সাংসদ তহবিলের টাকায় ভজন-কীর্তন হবে মন্দিরে, নির্দেশ বিজেপি সাংসদের

Must read

প্রতিবেদন : সাধারণত সাংসদ বা বিধায়ক তহবিলের টাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়। কিন্তু উন্নয়নের কাজে না লাগিয়ে সেই টাকা মন্দিরে ভজন-কীর্তনের জন্য ব্যয় করবেন বিজেপির এক সাংসদ। শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি নিজের লোকসভা এলাকায় সরকারি আধিকারিকদের এমনই চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং মস্ত (BJP MP Virendra Singh Mast)। কারণ বীরেন্দ্রর মতে, মন্দিরে ভজন-কীর্তনের আয়োজনও এলাকা উন্নয়নের মধ্যে পড়ে।

বিজেপি সাংসদ বীরেন্দ্রের (BJP MP Virendra Singh Mast) দাবি, তিনি এলাকার মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগাতে কাজ করবেন। সে কারণেই সাংসদ তহবিলের টাকায় মন্দিরে ভজন-কীর্তনের ব্যবস্থা করতে বলেছেন। বর্তমানে মানুষের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ফলে ভজন এবং কীর্তন সাংস্কৃতিক ও ধর্মীয় বোধকে জাগরিত করবে। এলাকার মানুষের মধ্যে অধ্যাত্মিক সচেতনতা তৈরি হবে। এই সাংসদ স্থানীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, তাঁর লোকসভা এলাকার ছোট-বড় সব মন্দিরে ভজন-কীর্তনের ব্যবস্থা করতে হবে। ভজন-কীর্তনের জন্য প্রয়োজনীয় বাদ্যযন্ত্র কেনার নির্দেশও দিয়েছেন তিনি। উল্লেখ্য, বীরেন্দ্র বালিয়ার চারবারের বিজেপি সাংসদ। দলের মধ্যে ধার্মিক বলে পরিচিতিও আছে।

সাধারণত বিধায়ক ও সাংসদ তহবিলের টাকায় রাস্তা, জল, স্কুল, কলেজ, হাসপাতালের মতো জরুরি পরিষেবার কাজে ব্যবহার করা হয়। শিব প্রকাশ সিং নামে বালিয়ার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই মন্দিরগুলির একটা তালিকা তৈরি করা হবে। কয়েকদিন আগে জানা গিয়েছিল নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে বিধায়ক তহবিলের টাকা উন্নয়নের কাজে খরচই হয়নি।

আরও পড়ুন-ভারত-চিন সীমান্ত সংঘাত : বার্তা দিল পেন্টাগন-রাষ্ট্রসংঘ

Latest article