গুলিতে ঝাঁঝরা ১৯

দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে ঝাঁঝরা হয়ে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত সহ ১৯ জন। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে।

Must read

মেক্সিকোয় দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে ঝাঁঝরা হয়ে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত সহ ১৯ জন। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে৷ উত্তর মেক্সিকোর মিচোয়াকান প্রদেশের লাস টিনাজাসে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-কেকেআরে অনিশ্চয়তায় ভুগছিল কুলদীপ: অক্ষর

মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন মহিলা। একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলাও আছেন। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে লাস টিনাজাসে উৎসবে শামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। আচমকাই প্রতিপক্ষ শিবিরের উপর চড়াও হয় একদল মাদক ব্যবসায়ী। এরপর উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। নির্বিচারে গুলি চলতে থাকে। মুহূর্তের মধ্যেই বদলে যায় এলাকার পরিবেশ। উৎসবের আনন্দ কেটে গিয়ে নেমে আসে বিষাদের ছায়া। কী কারণে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, তার তদন্ত শুরু হয়েছে৷

Latest article