যোগীরাজ্যে কম দামি নির্মাণ সামগ্রী, বিল্ডিং নির্মাণে সঠিক পরিকল্পনার মাশুল হয়ে দাঁড়াল দুটি প্রাণ। ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং। বিল্ডিংয়ের (Building) নীচে চাপা পড়ে মৃত্যু হল ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন আরও ১। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। রবিবার উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি নির্মীয়মাণ বিল্ডিং হঠাৎ করেই ভেঙে পড়ে। ভিতরে আটকে পড়েন কমপক্ষে ১৮ জন শ্রমিক। বিকট শব্দ শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হয়। ৪-৫টি জেসিবি এনে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছিল।
আরও পড়ুন-কলকাতা লিগের দল তৈরি কিবুর
বিল্ডিংটি ধসে কমপক্ষে ১৮ জন শ্রমিক আহত হয়েছেন। তারা সেই সময় ভিতরে কাজ করছিলেন। দুর্ভাগ্যবশত তারা সকলেই চাপা পড়ে যান। রবিবার রাতে ১৮ জন শ্রমিককে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়। ১৮ জন শ্রমিকের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১ জনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক। উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় বাসিন্দারা এদিন উদ্ধারকাজে হাত লাগান।