কলকাতা লিগের দল তৈরি কিবুর

অতীতে পয়লা বৈশাখে ময়দানি রীতি মেনে বারপুজোর দিনই অধিনায়ক ও দল ঘোষণা করত কলকাতার দলগুলো। কর্পোরেট যুগে ফুটবল ক্যালেন্ডার বদলেছে

Must read

প্রতিবেদন : অতীতে পয়লা বৈশাখে ময়দানি রীতি মেনে বারপুজোর দিনই অধিনায়ক ও দল ঘোষণা করত কলকাতার দলগুলো। কর্পোরেট যুগে ফুটবল ক্যালেন্ডার বদলেছে। ফলে সবকিছুই অনলাইনে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-ও তার ব্যতিক্রম নয়। রবিবার বাংলা নববর্ষের প্রথম দিন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বারপুজো হল মহেশতলার বাটানগর স্টেডিয়ামে। সেখানে নতুন মরশুমের দল ঘোষণা করা না হলেও কলকাতা লিগের জন্য ডায়মন্ড হারবারের টিম যে তৈরি, তা স্পষ্ট হয়ে গিয়েছে। কোচ কিবু ভিকুনায় ভরসা রেখেই গতবারের দলটির কোর গ্রুপকে ধরে রেখেছে ম্যানেজমেন্ট। সঙ্গে জনা দশেক নতুন ফুটবলার এখনও পর্যন্ত সই করানো হয়েছে। ২ মে থেকে অনুশীলন শুরু হওয়ার কথা।

আরও পড়ুন-বাংলাদেশ থেকে কলকাতা সর্বত্র বাঙালির নববর্ষ

কলকাতা লিগে আবির্ভাবেই সাড়া ফেলে দেওয়া ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব গত বছর প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে উঠেই সুপার সিক্সে খেলার যোগ্যতা অজর্ন করে। অল্পের জন্য অভিষেকের ক্লাব রানার্স হতে পারেনি। আসন্ন মরশুমে কলকাতা লিগ জয়ের আশায় তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে দল গড়া হচ্ছে। রবিবার বাটানগরের মাঠে বারপুজোয় গত দু’মরশুমের অধিনায়ক অভিষেক দাস, অয়ন মণ্ডল, অভিজিৎ সর্দারের মতো কয়েকজন ফুটবলার উপস্থিত ছিলেন। বারপুজোর দিন নতুন মরশুমে ডায়মন্ড হারবারকে লিগ চ্যাম্পিয়ন করার শপথ নিলেন তাঁরা। আসন্ন কলকাতা লিগে চারজন ভূমিপুত্রকে ৯০ মিনিটের ম্যাচে মাঠে রাখতেই হবে। তাই প্রায় ১৮ জন বাংলার ফুটবলার রয়েছেন ডায়মন্ড হারবার টিমে।

Latest article