তাপপ্রবাহের সঙ্গে বাড়বে অস্বস্তি, সতর্কবার্তা হাওয়া অফিসের

এই অবস্থায় আবহাওয়া অফিস তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত না বেরনোই উচিত বলেই জানিয়েছেন তারা।

Must read

ক্রমশ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে রাজ্যে। গরম ও অস্বস্তি বাড়বে সপ্তাহজুড়েই। উত্তরের (North) বেশ কিছু জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিম এবং দক্ষিণের কোনও জেলাতেই এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। শুষ্ক হাওয়ার দাপট বাড়বে। এই অবস্থায় আবহাওয়া অফিস তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত না বেরনোই উচিত বলেই জানিয়েছেন তারা।

আরও পড়ুন-যোগীরাজ্যে বিল্ডিং ভেঙে মৃত ২

আজ, সোমবার সকাল থেকেই অস্বস্তিকর গরম বাংলা জুড়ে। বেলা বাড়ার সঙ্গে গরমের দাপট বাড়বে । শনিবার পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলায় এই পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ।

আরও পড়ুন-কলকাতা লিগের দল তৈরি কিবুর

এই সপ্তাহে উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। দার্জিলিং,কালিম্পঙে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় হতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে একই রকম সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও সংলগ্ন এলাকায় রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি।

Latest article