সিঙ্গালিলা জাতীয় উদ্যানে নতুন অতিথি ২ পান্ডা

রেড পান্ডা নীরা ও তিস্তা দার্জিলিং পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কে বেড়ে উঠেছে। নির্দিষ্ট একটা সময় পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল সিঙ্গালিলা জাতীয় উদ্যানে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দুই শাবকের জন্ম দিল রেড পান্ডা নীরা ও তিস্তা। দার্জিলিং পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সিঙ্গালিলা জাতীয় উদ্যানে দুই ফুটফুটে শাবককে জন্ম দিয়েছে রেড পান্ডা। রেড পান্ডা নীরা ও তিস্তা দার্জিলিং পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কে বেড়ে উঠেছে। নির্দিষ্ট একটা সময় পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল সিঙ্গালিলা জাতীয় উদ্যানে। জঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ মেলাতে একটু সময় লাগলেও তারা কিন্তু জঙ্গলের পরিবেশের সঙ্গে মিলে গিয়েছে।

আরও পড়ুন-আর্থিক অনটন, মোদিরাজ্যে সপরিবারে আত্মহত্যা কৃষকের

এর পরেই কলার আইডির মারফত জানা গিয়েছে, দুই শাবককে জন্ম দিয়েছে তারা। বন দফতরের এমন উদ্যোগ সাফল্য পাওয়ায় আবারও খুব শীঘ্রই দার্জিলিং পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক থেকে আরও কয়েকটি রেড পান্ডা সিঙ্গালিলা জাতীয় উদ্যানের ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দার্জিলিং পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কের ডিরেক্টর বাসব রাজ জানিয়েছেন, সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ২ রেড পান্ডাকে ছাড়ার সময় তাদের গলায় কলার আইডি লাগানো হয়েছিল। এই কলার আইডির মাধ্যমেই জানা গিয়েছে, দুই রেড পান্ডা নিরাপদেই দুই শাবকের জন্ম দিয়েছে।

Latest article