প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ৬টি রাজ্যের মোট সাতটি বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : ময়দানে নেই বিরোধীরা। প্রার্থী ঘোষণা হতেই জোরকদমে উপনির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ৬টি রাজ্যের মোট সাতটি বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এই সবক’টি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। গত মাসের ২৫ তারিখ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়। মৃত্যুর ১৫ দিনের মধ্যেই উপনির্বাচন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন-সিঙ্গালিলা জাতীয় উদ্যানে নতুন অতিথি ২ পান্ডা

জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ধূপগুড়ি পুর প্রশাসনিকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং নিজের এলাকা ১৪ নম্বর ওয়ার্ডে দলের সমর্থনে নিজে হাতে দেওয়াল লিখলেন। পাশাপাশি ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস ৭ নম্বর ওয়ার্ডে দলীয় সমর্থনে দেওয়াল লিখলেন। যেখানে প্রার্থীর নাম না থাকলেও দলীয় প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব জানায়, প্রার্থী কে হবেন সেটা বড় কথা নয়, জোড়াফুল চিহ্নের জিতটাই বড় কথা। প্রার্থী দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবেন। গত বিধানসভা নির্বাচনে শাসক দলের হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কাজেই এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে হারানো জমি পুনরুদ্ধারের সুযোগ।

Latest article