উলুবেড়িয়ায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় হত ২, অবরোধে দুর্ভোগ

Must read

সংবাদদাতা, হাওড়া : যে অ্যাম্বুলেন্স মানুষের প্রাণ বাঁচায় সেই অ্যাম্বুলেন্সের ধাক্কাতেই মৃত্যু হল মা ও মেয়ের। শনিবার সকালে উলুবেড়িয়ার (Uluberia Accident) জগৎপুর জোড়াকলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষিপ্ত এলাকার লোকজন ঘাতক অ্যাম্বুলেন্সটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ওই এলাকায় আন্ডারপাশের দাবিতে জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন ক্ষুব্ধ জনতা। মুম্বই রোডে যান চলাচল সম্পূর্ণ থমকে দাঁড়ায়। ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েন সাধারণ মানুষ। পুলিশ জানায়, মৃতারা হলেন মা অপর্ণা পারাল (৪৯) ও মেয়ে টুসু পারাল (১০)। চতুর্থ শ্রেণির পড়ুয়া মেয়ে টুসুকে বৃত্তি পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছিলেন মা অপর্ণা। রাস্তা পার হওয়ার আগে মা ও মেয়ে জগৎপুর জোড়াকলতলায় দাঁড়িয়েছিলেন। তখনই বেপরোয়া গতিতে আসা বাগনানগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মা ও মেয়েকে সজোরে ধাক্কা মারে। সেই সঙ্গে পাশেই থাকা একটি বাইক আরোহীকেও ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি (Uluberia Accident)। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। অল্পবিস্তর জখম হন বাইক আরোহীও। চোখের সামনে দুর্ঘটনা দেখে ছুটে আসে আশপাশের লোকজন। পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়।

আরও পড়ুন-জামতাড়ায় মাটির নিচে অস্ত্র কারখানা খুঁজে পেল এসটিএফ

Latest article