জামতাড়ায় মাটির নিচে অস্ত্র কারখানা খুঁজে পেল এসটিএফ

Must read

প্রতিবেদন : ঝাড়খণ্ডের জামতাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে অস্ত্র কারখানা (Arms Factory) খুঁজে পেল কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মহম্মদ ইমতিয়াজ নামে এক ব্যক্তি। জামতাড়া থেকে বাংলায় অস্ত্র পাচার করতে গিয়ে সিঁথির মোড়ের কাছে হাতেনাতে ধরা পড়ে সে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এবার অস্ত্র-কারখানার (Arms Factory) আঁতুড় ঘরের সন্ধান পেল কলকাতা পুলিশের এসটিএফ। জামতাড়ায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে পাওয়া গেল গোপন অস্ত্র কারখানার হদিশ। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের পাশাপাশি অস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধার হয়েছে এখান থেকে। পুলিশ সূত্রে খবর, কার্বাইন–সহ চারজনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাদের মধ্যে মহম্মদ ইমতিয়াজ মুঙ্গেরের অস্ত্র কারবারি। তার ছেলে মহম্মদ সাহিল মালিক এবং দুই সঙ্গী ইন্দ্রজিৎ শর্মা ও ভিকি প্রসাদকেও গ্রেফতার করা হয়েছিল। এদের জিজ্ঞাসাবাদ করেই গোপন অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়। মহম্মদ ইমতিয়াজ আদতে বিহারের বাসিন্দা।

আরও পড়ুন-কোভিড মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন চুরমার, ধনতেরাসের মুখে ধাক্কা বউবাজারের স্বর্ণশিল্পে

Latest article