আহত ২ তৃণমূল কর্মী, পার্টি অফিস ভাঙল বিজেপি দুষ্কৃতীরা

তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের চেয়ার, টেবিল, আসবাপত্র ভাঙচুর করে এবং জিয়ারুল মিঞা নামে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : ফের বিজেপির উসকানির রাজনীতি। নিজের পায়ের তলার মাটি হারিয়ে একের পর এক হিংসালীলায় মেতে উঠেছে পদ্মশিবির। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে শান্তি বিঘ্নিত করতে চাইছে তারা। এবার ঘটনাস্থল শীতলকুচির হরিণকুচি এলাকা। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই সমর্থক। সোমবার রাতে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের হরিণকুচি বাজার এলাকার ঘটনা।

আরও পড়ুন-অপদার্থ শাহর পুলিশ

তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের চেয়ার, টেবিল, আসবাপত্র ভাঙচুর করে এবং জিয়ারুল মিঞা নামে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হন। তাঁকে চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত থেকেই ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, “পঞ্চায়েত ভোটের আগে বিজেপি চক্রান্ত করে সারা জেলা জুড়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। গতকাল রাতে বিজেপির দুষ্কৃতীরা হঠাৎই আমাদের হরিণকুচি বাজার সংলগ্ন কার্যালয়ে ভাঙচুর চালায় ঘটনায় আমাদের দু’জন কর্মী আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসকে আঘাত করার চেষ্টা করছে ওরা। ভাবছে এই ভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে নিজেদের জায়গা তৈরি করবে। ওদের এই ফন্দি সকলেই বুঝে গেছে। সাধারণ মানুষ এর জবাব দেবে।

Latest article