অপদার্থ শাহর পুলিশ

কিন্তু আদালত আবেগের বশবর্তী হয়ে নয়, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। অভিযুক্তরা তাদের মতামত প্রকাশের সম্পূর্ণ সুযোগ পাননি।

Must read

রাজধানী দিল্লির নাগরিকের নিরাপত্তা, সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব অমিত শাহর কাঁধে। কিন্তু শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশের চূড়ান্ত গাফিলতি ও অপদার্থতার কারণে গণধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দোষীরা শাস্তি পেল না।

আরও পড়ুন-রাহুলের সঙ্গে হাঁটতে হাঁটতেই হৃদরোগে মৃত্যু মহারাষ্ট্রের কং নেতার

সুপ্রিম কোর্ট সোমবার ২০১২ সালে দিল্লির ছাওলা এলাকায় ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণ ও খুনের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত তিন আসামিকে বেকসুর খালাস ঘোষণা করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে। তাই অভিযুক্তদের মুক্তি দেওয়া ছাড়া আদালতের সামনে বিকল্প কোনও রাস্তা নেই। যদিও এই মামলা একটি অত্যন্ত জঘন্য অপরাধের ঘটনায় জড়িত। কিন্তু আদালত আবেগের বশবর্তী হয়ে নয়, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। অভিযুক্তরা তাদের মতামত প্রকাশের সম্পূর্ণ সুযোগ পাননি।

Latest article