রাহুলের সঙ্গে হাঁটতে হাঁটতেই হৃদরোগে মৃত্যু মহারাষ্ট্রের কং নেতার

কৃষ্ণকুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাহুল-সহ অন্য নেতারা। ভারত জোড়ো যাত্রার শিবিরেই তাঁকে শেষশ্রদ্ধা জানান কংগ্রেস নেতারা।

Must read

প্রতিবেদন : ফের বিপত্তি ভারত জোড়ো যাত্রায়। মঙ্গলবার সকালে যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর পাশে হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস নেতা কৃষ্ণকুমার পাণ্ডের। মৃত কৃষ্ণকুমার মহারাষ্ট্র কংগ্রেসের সেবাদলের সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন-গিনি দ্বীপপুঞ্জে এখনও আটকে ১৬ ভারতীয় নাবিক

সোমবার রাতেই মহারাষ্ট্রে প্রবেশ করেছে রাহুলের ভারত জোড়ো যাত্রা। যাত্রার ৬২তম দিনে জাতীয় পতাকা হাতে রাহুল গান্ধী, দিগ্বিজয় সিং, জয়রাম রমেশদের সঙ্গে হাঁটছিলেন কৃষ্ণকুমার। কিছুক্ষণ হাঁটার পর তিনি অসুস্থ বোধ করেন। পদযাত্রায় শামিল অন্য একজনের হাতে জাতীয় পতাকা দিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। এরপর হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নাগপুরে সংগঠনের দায়িত্বে ছিলেন কৃষ্ণকুমার। তাঁর মৃত্যুতে নাগপুরে কংগ্রেসের সংগঠন বড়সড় ধাক্কা খেল। কৃষ্ণকুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাহুল-সহ অন্য নেতারা। ভারত জোড়ো যাত্রার শিবিরেই তাঁকে শেষশ্রদ্ধা জানান কংগ্রেস নেতারা।

Latest article