২০০ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : উন্নয়নের সরকারের (government) ১১ বছর পালন। তুলে ধরা হল উন্নয়নের খতিয়ান। আর অনুষ্ঠানের মঞ্চেই ৮টি ব্লকের ২০০ মহিলার হাতে তুলে দেওয়া হল লক্ষ্মীর ভাণ্ডারের চেক। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মোডে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট মহকুমার মহকুমাশাসক সুমন দাশগুপ্ত। এদিন অনুষ্ঠানের শেষে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারে দুটি প্রচার ট্যাবলোরও উদ্বোধন হয়। সবুজ পতাকা দেখিয়ে এদিন এই প্রচার ট্যাবলোর উদ্বোধন করেন সভাধিপতি, জেলাশাসক এবং পুলিশ সুপার। জানা গেছে এই অনুষ্ঠান চলবে ৭ মে থেকে ২০ মে অবধি। সাইকেল র‍্যালি, ম্যারাথন দৌড় এবং কন্যাশ্রী মেয়েদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়।

Latest article