সংবাদদাতা, আসানসোল : বিধায়ক পদে থাকলেও আসানসোল (Asansol By Poll) পুর নিগমের নির্বাচিত পুর প্রতিনিধি নন মেয়র বিধান উপাধ্যায়। তাই তাঁকে নিগমের মেয়র পদে রাখতে এবার নির্বাচিত পুর প্রতিনিধি করার উদ্যোগ নেওয়া হল। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে কাউন্সিলর নির্বাচিত করতে উপনির্বাচনের দিন ঠিক হয়ে গিয়েছে। ২১ অগাস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। আসানসোল পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ডে হবে এই উপনির্বাচন। জামুড়িয়া বিধানসভার অন্তর্গত এই ওয়ার্ডটির নির্বাচিত পুরপিতা সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পর এই ওয়ার্ডে উপনির্বাচনের (Asansol By Poll) পরিস্থিতি তৈরি হয়েছে। পুরপিতার পদত্যাগের পর রাজ্য নির্বাচন কমিশন ১৯ জুলাই রাজ্যের নগর উন্নয়ন দফতরকে জানায়, ২১ অগাস্ট এই উপনির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নগরোন্নয়ন দফতরও এ বিষয়ে সম্মতি দিয়েছে। ২১ অগাস্ট সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আসানসোল পুর নিগমের মেয়র হিসাবে শপথ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে তাঁকে পুর প্রতিনিধি নির্বাচিত হতে হবে। অর্থাৎ ২৫ অগাস্টের আগেই তাঁকে কাউন্সিলর হতে হবে, না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। তবে নির্দিষ্ট সময়ের আগেই কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
আরও পড়ুন: রাজ্যে এই রোগ নির্মূল করাই চ্যালেঞ্জ: বিশ্ব হেপাটাইটিস দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর