রাজ্যে এই রোগ নির্মূল করাই চ্যালেঞ্জ: বিশ্ব হেপাটাইটিস দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস (World Hepatitis Day)। ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস দিবসকে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতিবছর ২৮ জুলাই দিবসটি পালন করা হচ্ছে। এই দিবস পালনের উদ্দেশ্য হল রোগ-নির্ণয়, তার প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা গড়ে তোলা। ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করার বার্তা দিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে বৈঠকে স্পিকার

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশ্ব হেপাটাইটিস দিবসে (World Hepatitis Day), আমরা ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। পশ্চিমবঙ্গের এই কর্মসূচিটি দেশের জন্য একটি রোল মডেল। হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন সমস্ত নবজাতককে আজীবন অনাক্রম্যতার জন্য দেওয়া হয়।” তিনি আরও বলেন, “আমরা উপ-জেলা পর্যায় এবং জনসংখ্যা ভিত্তিক স্ক্রীনিং-এ চিকিৎসা সেবা গ্রহণ করব। আসুন সবাই এই দিনে পশ্চিমবঙ্গের হেপাটাইটিস নির্মূল করার চ্যালেঞ্জ গ্রহণ করি।”

বিশ্বজুড়ে এই দিবস পালন করা হয় হেপাটাইটিসের সতর্কতা পালনের জন্য। ২০৩০ সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটি দেশের সঙ্গে কাজ করে হেপাটাইটিস মুক্ত সমাজ তৈরির প্রচেষ্টায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের ১.৩ মিলিয়ন মানুষ প্রতিবছর হেপাটাইটিস বি ও সি- তে আক্রান্ত হয়ে মারা যায়। করোনা অতিমারির মধ্যেও হেপাটাইটিসে আক্রান্ত হয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ মারা গিয়েছে।

Latest article