পথক্লান্ত পথিক ও প্রবীণদের জন্য সাজল ২১ ধাপি

বহরমপুর শহরে এই মানুষদের কথা ভেবে এগিয়ে এল বহরমপুর পুরসভা। ২৮ নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর পাড়ে নবরূপে সাজানো হল বিশ্রামের জায়গা

Must read

সংবাদদাতা, বহরমপুর : পথিক ও প্রবীণদের চলার পথে ক্লান্তি দূর করতে বসার জায়গা তেমন ছিল না। ব্যস্ততম বহরমপুর শহরে এই মানুষদের কথা ভেবে এগিয়ে এল বহরমপুর পুরসভা। ২৮ নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর পাড়ে নবরূপে সাজানো হল বিশ্রামের জায়গা। নাম দেওয়া হল ‘২১ ধাপি’।

আরও পড়ুন-পরীক্ষা নিতে প্রস্তুতি সারা বাঁকুড়ায়

রবিবার রাতে উদ্বোধন করলেন পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় ও স্থানীয় কাউন্সিলার মহম্মদ কাউসার। কাউসার বলেন, ১৯৭৮ সালে বহরমপুরের মানুষ ভাগীরথী নদীর তীরে বসার জন্য ২১টি ধাপি করেছিলেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি নষ্ট হয়ে গিয়েছিল। মানুষের কথা ভেবে নবরূপে সাজানো হল সেগুলি। পুরনো স্মৃতিকে ধরে রাখতে ‘২১ ধাপি’ নামটিই দেওয়া হল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এটির উদ্বোধন করে পুরপ্রধান বলেন, ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে বহরমপুরে বৈদ্যুতিক চুল্লি গড়ে তোলা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট পার্ক থেকে রাস্তাঘাট, এমনকী নানান মূর্তি সংস্কার করা হচ্ছে। গোরাবাজার এলাকায় ভাগীরথীর তীরে প্রবীণ নাগরিকদের কথা ভেবেই ২১ ধাপি সুসজ্জিত করা হয়েছে। বসার জায়গায় কৃত্রিম গাছ, পাখি ও আদিবাসী মহিলাদের মাটির মূর্তি রাখা হয়েছে।

Latest article