পরীক্ষা নিতে প্রস্তুতি সারা বাঁকুড়ায়

স্কুলের অন্য সবদিকে নিরাপত্তা থাকলেও পূর্ব দিকের অংশে, কিছুটা জমি সংক্রান্ত সমস্যার কারণে ওই দিকের অংশটি ঘেরা সম্ভব হয়নি

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর : গোটা রাজ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার, ১৪ মার্চ। বাঁকুড়া জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে সোমবার তার চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলেছে। তবে সামান্য হলেও চিন্তার ভাঁজ বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে। স্কুলের অন্য সবদিকে নিরাপত্তা থাকলেও পূর্ব দিকের অংশে, কিছুটা জমি সংক্রান্ত সমস্যার কারণে ওই দিকের অংশটি ঘেরা সম্ভব হয়নি।

আরও পড়ুন-রাম-বাম কেউই ক্ষমতায় আসবে না, ভগবানপুরে তোপ দেবাংশুর

এদিকে ওই অংশের সঙ্গে সরাসরি রাস্তার যোগাযোগ রয়েছে। তাই সামান্য হলেও নিরাপত্তার অভাব অনুভব করছেন স্কুলের প্রধানশিক্ষক সাধন ঘোষ। তিনি জানিয়েছেন, পরীক্ষা নেওয়ার জন্য আমাদের স্কুলের পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে এবং শিক্ষক-শিক্ষিকারাও প্রস্তুত। শুধুমাত্র ওই অংশটি পুরোপুরি ঘিরতে না পারার জন্য একটু আশঙ্কায় রয়েছি। আশা করি, প্রশাসন এই ব্যাপারে সহায়তা করবে। পরীক্ষা নির্বিঘ্নেই হবে।

Latest article