আবারো শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar)। বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত দুয়ারে সরকার হবে। পাড়ায় পাড়ায় এই অভিযান শুরু হবে। প্রতিটি এলাকায় ক্যাম্প হবে। সেই ১০ দিন ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন ৫ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান ক্যাম্প। রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করবে সরকার। প্রকল্পের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য, ওই সময়টায় জরুরি প্রয়োজন ছাড়া সরকারি অফিসারদের ছুটি নয়। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন রাজ্যের প্রত্যেক জেলাশাসককে এই নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন, পুর-বিল পাশ না হলে অবস্থান