আমেদাবাদ, ৩১ জানুয়ারি : লখনউয়ে জিতে সমতা ফিরিয়েছেন। বুধবার আমেদাবাদে জিতলেই টি-২০ সিরিজ পকেটে পুরবেন হার্দিক পাণ্ডিয়ারা। তবে এহেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেজাজে ভারতীয়রা। সোমবার রাতে আমেদাবাদের একটি হলে শাহরুখ খানের ‘পাঠান’ ছবি দেখতে গিয়েছিলেন একঝাঁক ভারতীয় ক্রিকেটার।
আরও পড়ুন-দেউলিয়া কেন্দ্র, তথ্য তুলে ধরে দেখালেন অমিত
এদিকে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেও প্রথম দুই ম্যাচে ডাগআউটে বসতে হয়েছে পৃথ্বী শ-কে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়তে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এবার পৃথ্বীর ভাগ্যে আদৌ শিকে ছেঁড়ে কি না, সেটাই দেখার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে এখনও পর্যন্ত ব্যর্থ ভারতীয় টপ অর্ডার। একদিনের সিরিজে স্বপ্নের ফর্মে থাকা শুভমন গিল হতাশ করেছেন। একই কথা প্রযোজ্য তাঁর সঙ্গী ওপেনার ঈশান কিসানের ক্ষেত্রে।
আরও পড়ুন-শালবনি, দুর্গাপুরে রাজ্য গড়ে তুলবে ২০০ একরের বস্ত্রতালুক, লক্ষ্য ৩০ হাজার কর্মসংস্থান
আরেক ব্যাটার রাহুল ত্রিপাঠীও ব্যর্থ। ফলে বাড়তি চাপ পড়ছে সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার উপরে। আরও একটা বিষয়, এই সিরিজের পর দীর্ঘদিন টি-২০ ফরম্যাটে টিম ইন্ডিয়ার কোনও ম্যাচ নেই। তাই পৃথ্বীকে দেখে নেওয়ার সেরা সুযোগ থাকছে আমেদাবাদে। শেষ পর্যন্ত ত্রিপাঠীকে বসিয়ে বুধবার যদি পৃথ্বীকে খেলানো হয়, তাহলে অবাক হওয়ার কোনও কারণ নেই। তবে পুরোটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপরে।
আরও পড়ুন-কর্মজীবনে ১৮টি পদক পাওয়া গোপালই মন্ত্রীর খুনি
সিরিজ জয়ের লড়াইয়ে নামার আগে পিচ নিয়েও আলোচনা তুঙ্গে। লখনউয়ের পিচ নিয়ে গত কয়েকটা দিনে কম জলঘোলা হয়নি। মঙ্গলবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় স্টেডিয়ামে পা রেখেই সবার আগে চলে গেলেন উইকেট দেখতে। বেশ কিছুটা সময় আলোচনাও করলেও পিচ কিউরেটরের সঙ্গে। কিউরেটরের দাবি, পিচ রানে ভরা। তাই বুধবার আরও একটা হাই স্কোরিং ম্যাচের সাক্ষী থাকার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। যদিও রাতে মিডিয়ার মুখোমুখি হয়ে হার্দিকের ডেপুটি সূর্যকুমার যাদব বলে গেলেন, ‘‘হার্দিকের সঙ্গে আলোচনা করে ঠিক করেছি, উইকেটের চরিত্র নিয়ে আর মাথা ঘামাব না। পিচ নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।’’
আরও পড়ুন-গণধর্ষিতা দলিত কন্যার পরিবারকে লাগাতার হুমকি
সাদা বলের ফরম্যাটে নিয়মিত খেলছেন। এবার লাল বলেও জাত চেনাতে চান সূর্য। তাঁর বক্তব্য, ‘‘প্রত্যেক ক্রিকেটারই টেস্ট খেলার স্বপ্ন দেখে। আমিও এর ব্যতিক্রম নই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটা খুব উত্তেজক হতে চলেছে।’’ ২০২১ সালের ১৪ মার্চ, এই স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্যর। তিনি বলছেন, ‘‘এই মাঠেই প্রথমবার দেশের হয়ে খেলেছিলাম। দুর্দান্ত স্টেডিয়াম। দারুণ দর্শক। ফের এই মাঠে খেলব, ভাবতেই ভাল লাগছে।’’
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…