সিরিয়ায় দাপট দেখাচ্ছে আইসিস জঙ্গি সংগঠন। তিন দিনে দু’বার সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালাল আইসিস। শুক্রবার জানা গিয়েছে, আইসিস জঙ্গিসংগঠন বৃহস্পতিবার সেনাবাহিনীর (ISIS Attack- Syria) বাসে হামলা চালায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জন সেনার। এখনও প্রায় ১০ জনের বেশি সেনাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০১৯ সাল থেকেই সিরিয়ায় ক্রমশ কোণঠাসা হচ্ছিল আইসিস। তবে বর্তমান সময়ে আবার জঙ্গিরা দাপট দেখাতে শুরু করেছে। কয়েকদিন ধরে আইসিস জঙ্গিরা সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে। বহু মানুষ মারা যাচ্ছে। অনেকে জখম হচ্ছেন। তবে চলতি সপ্তাহেই সিরিয়ার সেনার উপরে পরপর হামলা চালিয়েছে আইসিস জঙ্গিরা।
আরও পড়ুন- হাওয়াই দ্বীপপুঞ্জে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৫, নিখোঁজ হাজারের বেশি
স্থানীয় মানবাধিকার সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আইসিস জঙ্গিরা (ISIS Attack- Syria) দের এজর প্রদেশে সেনাবাহিনীর বাসে হামলা চালানোয় প্রাণ হারিয়েছেন সিরিয়ার ২৩ জন সেনা। গুরুতর জখম আরও ১০ জন সেনা। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আরও ১২জন সেনা নিখোঁজ। এর আগে রাকা শহরে সেনাবাহিনীর ওপর হামলা চালায় আইসিস জঙ্গিরা। সেই ঘটনায় কমপক্ষে ১০ সেনার মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে।
চলতি বছরের পরিসংখ্যান বলছে, আট মাসের মধ্যেই আইসিস জঙ্গিরা ১৮৮ জন সেনার প্রাণ কেড়েছে। ১৫৭ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে আইসিস জঙ্গি হামলার জেরে। তবে পালটা আঘাতে মৃত্যু হয়েছে ২০ জন আইসিস জঙ্গিরও। ২০১৯ সালে সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনীর নেতৃত্বে আইসিস জঙ্গি দমনে খানিকটা কমে যায় জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব। তবে বর্তমানে নতুন করে একাধিক নাশকতা চালাচ্ছে আইসিস জঙ্গি গোষ্ঠী।