একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

Must read

উত্তরপ্রদেশ ও প্রতিবেশী রাজ্য বিহারে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। অমৃতসর থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুয়ের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। আর তার থেকেই আগামী ৪৮ ঘন্টায় উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (West Bengal- Rainfall) কমলা সর্তকতা জারি হয়েছে। শুক্রবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে। তবে দক্ষিণের আকাশ মূলত মেঘলাই থাকবে। ভারী বৃষ্টির (West Bengal- Rainfall) সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে না।

আরও পড়ুন- প্রয়াত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Latest article