হাওয়াই দ্বীপপুঞ্জে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৫, নিখোঁজ হাজারের বেশি

Must read

দাবানলে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপের (Maui fires) লাহানিয়া শহরে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। নিখোঁজ হাজারের বেশি মানুষ। দাবানলের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মাউয়িতে বিপর্যয় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ত্রাণের জন্য ইতিমধ্যেই রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। তাঁদের দাবি, ইতিমধ্যেই দ্বীপের আশিভাগই পুড়ে গিয়েছে। আগে এত বড় বিপর্যয় কখনও দেখা যায়নি।

গত মঙ্গলবার থেকে হাওয়াইয়ের মাউয়ি দ্বীপের (Maui fires) কাছেই হ্যারিকেন ঝড় আছড়ে পড়ে। তারপরেই হাওয়ার ধাক্কায় লাহানিয়ায় ঝড়ের দাপট শুরু হয়। সেখান থেকেই অগ্নিকাণ্ড বড় আকার ধারণ করে। আগুন ছড়িয়ে পড়ে গোটা মাউয়ি দ্বীপে। প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন অনেকেই।

আরও পড়ুন- প্রয়াত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

উদ্ধারকারীরা জানিয়েছেন, দাবানলের জেরে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে। তার জেরে কিছুই দেখা যাচ্ছে না। স্বভাবতই আগুন নেভাতে বড়সড় বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাঁরা। ইতিমধ্যেই প্রায় এক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Latest article