পুজোর মরশুমে বাজারে এলো ২৩ টন পদ্মার ইলিশ

Must read

অবশেষে রাজ্যে এসে পৌঁছল কাঙ্খিত পদ্মা-মেঘনার ইলিশ। বাংলাদেশ সরকার পদ্মা ও মেঘনার ২ হাজার ৮০ টন ইলিশ এ রাজ্যে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রথম কিস্তির ২৩.২৫ টন অর্থাৎ ২৩ হাজার কেজির কিছু বেশি মাছ বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ঢুকেছে। বুধবার রাতেই চারটি ট্রাকে করে খুলনা এবং ঢাকার দুই রপ্তানিকারক সেই মাছ পাঠিয়েছেন।

আরও পড়ুন-মমতা বিপুল ভোটে জিতবেন, সঙ্কীর্ণ মনোভাব থেকেই প্রার্থী দিয়েছে বিজেপি! বিস্ফোরক টুইট কুমারস্বামীর

শহর এবং রাজ্যের বড় বড় বাজারগুলিতে সেই মাছ ইতিমধ্যেই সাপ্লাই হওয়া শুরু হয়েছে। হাওড়া, শিয়ালদহ কোলে মার্কেট, দমদম পাতিপুকুর, মানিকতলা সহ বিভিন্ন বাজারে পৌঁছে যাবে এই ইলিশ। তবে ব্যবসায়ীরা মনে করছেন, বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই ইলিশের দাম অনেকটাই বেশি হবে। সবমিলিয়ে ২০৮০ টন ইলিশ পর্যায়ক্রমে আসবে বাংলাদেশ থেকে।

Latest article