‘স্পেশাল’ আসানসোলের জন্য তহবিল থেকে কত খরচ? অভিযোগের ভিত্তিতে খতিয়ান প্রকাশ বাবুল সুপ্রিয়র

Must read

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি আসানসোলের মানুষের সঙ্গে প্রতারণা করলেন। এই অঞ্চলের উন্নয়ন তাঁর হটকারী সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হবে। বিজেপি যখন তাঁর বিরুদ্ধে এই অভিযোগের সরব, তখনই সোশ্যাল মিডিয়ায় তাঁর সংসদ তহবিলের টাকা কীভাবে কত টাকা খরচ করেছেন, তাঁর খতিয়ান দিলেন বাবুল সুপ্রিয়।

তিনি লেখেন,
“Dear Asansol,
আসানসোলের বিভিন্ন
অঞ্চল থেকে যে অনুরোধগুলি এসেছিলো, সেই মতো এবছরের MPLAD এর বাৎসরিক 5 কোটি টাকার মধ্যে যে টুক বাকি ছিল, সেই দুকোটি কুড়ি লক্ষ টাকার কাজ (Rs.2,20,000,000) আজ মঞ্জুর করলাম।তিনকোটি অষ্টআশি লক্ষ টাকার কাজ আমি প্রায় দু বছর বন্ধ থাকা পর যখন নতুন করে MPLAD -এর কাজ শুরু হয়েছিল, তখনই দিয়েছিলাম | অর্থাৎ আগামী বছর মার্চ মাস অবধি যে পাঁচ কোটি টাকা পাওয়া যায়, তার পুরোটাই আসানসোলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন উন্নয়মূলক কাজের জন্য মঞ্জুর করলাম | আশা করি জেলা প্রশাসক এই কাজগুলি বিভিন্ন Executing Agency, (Asansol Municipal Corporation ADDA ইত্যাদি) কে দিয়ে দ্রুত সুসম্পন্ন করবেন | আমি ব্যক্তিগতভাবেও ওনার সাথে এব্যাপারে কথা বলে নেব | 🙏
#মানুষেরটাকায়মানুষের_কাজ |”

একইসঙ্গে বাবুল জানান, তিনি যেখানেই থাকুন না কেন আসানসোলের মানুষ তাঁর কাছে ‘স্পেশাল’।

Latest article