সন্দেশখালি : জমি ফেরত পেলেন ২৩৯ জন

Must read

সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা : সন্দেশখালিবাসীদের (Sandeshkhali) একের পর এক জমি ফিরিয়ে দিচ্ছে প্রশাসন। জবরদখল করা ভেড়ির জমিও ফেরত পাচ্ছেন তাঁরা। এদিন পর্যন্ত ২৩৯ জমি ফেরত পেয়ে গিয়েছেন সন্দেশখালি ২ নম্বর ব্লকে। ভেড়ির নোনা জলে সেই জমিতে চাষ করবেন কী করে তা নিয়ে চিন্তার ভাঁজ জমেছিল মানুষের মধ্যে। এবার সেই সমস্যার সমাধানেও এগিয়ে এল রাজ্য সরকার। সন্দেশখালি (Sandeshkhali) ২ নম্বর ব্লকের বিভিন্ন চাষযোগ্য জমি যা নোনাজলে পরিপূর্ণ ছিল তা নতুন করে চাষযোগ্য জমিতে রূপান্তরিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই জমিকে কী পদ্ধতিতে উর্বর করা যায় তা নিয়ে মঙ্গলবার বিডিও আলোচনা করেন রাজ্য স্তরের বিশেষজ্ঞ দলের সঙ্গে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (কোষাগার) কাজল কুমার রায় সহ অন্যান্যরা। সূত্রের খবর, ৬০ জন আবেদন করেছিলেন তাঁদের জমিতে কীভাবে চাষ করবেন। তার পরিপেক্ষিতে এদিন তাঁদের নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। তাঁদেরকে বোঝানো হয় কীভাবে জমি থেকে নোনা জলের প্রভাব কাটিয়ে জমিগুলিকে চাষযোগ্য করে তোলা যায়। বিডিও অরুণ সামন্ত বলেন, সেমিনার থেকে কৃষকদের জানানো হয়, প্রথমে মাটির নুনের পরিমাণ টেস্ট করে সেখানে মিষ্টিজল দিয়ে মাটির লবণাক্ত ভাব মিটিয়ে ধাপে ধাপে চাষ করতে হবে। এই সব কাজই সরকারের তত্ত্বাবধানে করা হবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার মানুষেরা।

আরও পড়ুন- লোকপ্রসার শিল্পীদের সঙ্গে বাজালেন ঢাক, বাঁকুড়ায় পা রেখেই কল্পতরু দিদি

Latest article