১ কোটি ৩০ লক্ষ ব্যয়ে কোচবিহার মেডিক্যাল কলেজে ২৪ বেডের সিসিইউ, মুখ্যমন্ত্রীর হাত ধরেই পাহাড়ের উন্নয়ন

তাঁর কথায়, সমাজের সর্বস্তরের মানুষদের সঙ্গে মহিলারাও ব্যাপক হারে মুখ্যমন্ত্রী সমর্থনে এগিয়ে এসেছেন। এর জন্য সমস্ত মানুষকে ধন্যবাদ জানান তিনি।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি ও কোচবিহার : ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের উপরেই ভরসা রেখেছে পাহাড় ও সমতল। তাই শিলিগুড়ি মহকুমা পরিষদ ও পাহাড়ে জিটিএ নির্বাচনে জয় এসেছে।’’ তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসে বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে এমনটাই জানান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, সমাজের সর্বস্তরের মানুষদের সঙ্গে মহিলারাও ব্যাপক হারে মুখ্যমন্ত্রী সমর্থনে এগিয়ে এসেছেন। এর জন্য সমস্ত মানুষকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন-দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সতীশ অগ্নিহোত্রী

তাঁকে বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ও মহিলা সংগঠনের পক্ষ থেকে সুস্মিতা সেনগুপ্ত। মন্ত্রী বলেন, ‘‘নির্বাচনে আমাদের দলের মেয়েরা খুব ভাল কাজ করেছে। তাদের জন্যই দল ভাল ফল করেছে। তাই আমি তাদের শুভেচ্ছা ও কুর্নিশ জানাচ্ছি।’’ এরপর তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এমজেএন হাসাপাতালের ২৪ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন তিনি। ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ রাজীব প্রসাদ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, জেলাশাসক পবন কাদিয়ান, আব্দুল জলিল আহমেদ প্রমুখ। সূত্রে খবর, শুক্রবার শিলিগুড়ি ফিরবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর তিনি ২১ জুলাইয়ের একটি প্রস্তুতিসভায় যোগ দেবেন।

Latest article