দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সতীশ অগ্নিহোত্রী

তিন মাসের জন্য সতীশ অগ্নিহোত্রীর জায়গায় অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এনএইচএসআরসিএলের প্রোজেক্ট ডিরেক্টর রাজেন্দ্র প্রসাদ।

Must read

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বা এনএইচএসআরসিএল এর চেয়ারম্যান সতীশ অগ্নিহোত্রীকে এবার দুর্নীতির (corruption) অভিযোগে বরখাস্ত করল কেন্দ্রীয় সরকার। মোদি সরকার এক বছর আগেই তাঁকে মেয়াদ ভিত্তিক নিয়োগ করেছিল। বৃহস্পতিবার রেলবোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, তাঁকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। এনএইচএসআরসিএল কর্তৃপক্ষকে রেলবোর্ডের তরফে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে । তিন মাসের জন্য সতীশ অগ্নিহোত্রীর জায়গায় অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এনএইচএসআরসিএলের প্রোজেক্ট ডিরেক্টর রাজেন্দ্র প্রসাদ।

আরও পড়ুন-ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতার মৃত্যুতে শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ওয়াকিবহাল মহলের দাবি, গত ২ জুন সতীশ অগ্নিহোত্রীর বিরুদ্ধে একটি বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া এবং তার বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। উল্লেখ্য রেল বিকাশ নিগম লিমিটেডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর থাকাকালীন সময়েও, সতীশ অগ্নিহোত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন লোকপাল আদালতের বিচারক অভিলাশা কুমারি।

আরও পড়ুন-আর্থিকভাবে বাংলাকে অবরুদ্ধ করার ষড়যন্ত্র করছে কেন্দ্র: মুখ্যমন্ত্রী

অভিযোগ, সতীশ অগ্নিহোত্রী, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন এবং সরকারি সংস্থার নিয়মনীতি অমান্য করে এনইসিএল বা নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে রেল বিকাশ নিগম লিমিটেডের বরাত পাইয়ে দেন। এনইসিএলে আরও অভিযোগ,আরভিএনএলের উপদেষ্টা হিসেবে কাজ করা সংস্থায় চাকরি করতেন সতীশের ছেলে এবং মেয়ে। এনইসিএলে মেয়ের চাকরি এবং থাকার জায়গা সহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা আদায় করেছিলেন তিনি।

Latest article