ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতার মৃত্যুতে শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য-সহ ৩ তৃণমূল কংগ্রেস (Canning Murder Case) নেতার মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন,”দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি, ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামানিকের দুর্ভাগ্যজনক প্রয়াণে আমি শোকস্তব্ধ। তৃণমূল কংগ্রেস তিনজন একনিষ্ঠ সৈনিককে হারালো। আমি তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। তাদের পরিবার-পরিজন, বন্ধু-শুভানুধ্যায়ীদের গভীর সমবেদনা জানাচ্ছি।”

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের আততায়ীরা ৩ তৃণমূল কংগ্রেস নেতাকে (Canning Murder Case) খুন করে। মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ মারে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় সকাল ৯টা নাগাদ। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ৩ সদস্য। তখনই তাঁদের গুলি এবং কুপিয়ে খুন করা হয়।

আরও পড়ুন-আর্থিকভাবে বাংলাকে অবরুদ্ধ করার ষড়যন্ত্র করছে কেন্দ্র: মুখ্যমন্ত্রী

Latest article