প্রতিবেদন : রাশিয়া-ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যেও ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। দুদিন ধরে প্যালেস্তাইনে অব্যাহত ইজরায়েলের (Israel- Palestine) গোলাবর্ষণ। এদিকে ইজরায়েলের আকাশেও পাল্টা হানা দিচ্ছে প্যালেস্তাইনের(Israel- Palestine) রকেট। সংঘর্ষের দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। যার মধ্যে ৬টি শিশু। শুক্রবার গাজার ইসলামিক জেহাদের কমান্ডার তায়সির আল জাবারি ইজরায়েলের বাহিনীর হাতে প্রাণ হারায়। তারপরই দু’দেশের মধ্যে জোরদার লড়াই শুরু হয়েছে। ইসলামিক সন্ত্রাস রুখতেই চলছে হামলা।
আরও পড়ুন: ভারত-আমেরিকা সেনা-মহড়া