আজ এশিয়া কাপের দল, ফিরছেন বিরাট ও রাহুল

Must read

মুম্বই, ৭ অগাস্ট : বিরাট কোহলি, কে এল রাহুল (Virat Kohli-KL Rahul) ফিরছেন। দীপক চাহারকেও সম্ভবত এশিয়া কাপের দলে দেখা যাবে। সাম্প্রতিক পারফরম্যান্সের পর বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকেও (Arshdeep Singh) উপেক্ষা করা মুশকিল। এশিয়া কাপে নতুন কোনও চমক আছে কিনা সেটা দেখা যাবে সোমবার বিকেলে দল নির্বাচনের পর।

আরও পড়ুন: স্বায়ত্তশাসনের দাবিতে উত্তাল, মণিপুরে বন্ধ ইন্টারনেট পরিষেবা

কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা ফ্লোরিডা থেকে দল নির্বাচনী সভায় অংশ নেবেন। বিরাট ইংল্যান্ড সফরের পর বিশ্রাম নিয়েছিলেন। যাননি ওয়েস্ট ইন্ডিজ সফরে। তিনি মরুদেশে এশিয়া কাপে ফিরছেন। এমনিতে বিরাটের ব্যাটে রানের খরা চলছে। কিন্তু এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে তাঁর মতো ম্যাচ উইনার দলে প্রয়োজন। রাহুল (Virat Kohli-KL Rahul) চোট-অস্ত্রোপচার এবং তারপর কোভিডের জন্য লম্বা সময় বাইরে কাটিয়েছেন। কিন্তু এবার তিনি নিশ্চিতভাবে দলে ফিরছেন। যেমন চাহারও। যিনি আইপিএলের আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর থেকে ক্রিকেটের বাইরেই ছিলেন।

আরও পড়ুন: আজ জিতলেই হকির সোনা

দীনেশ কার্তিকের জায়গা পাকা। ব্যাক আপ অপশন হিসাবে স্কোয়াডে সম্ববত থাকবেন দীপক হুডা। জসপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল ফিরছেন। এখন প্রশ্ন হল শ্রেয়স আইয়ার, আবেশ খানকে নিয়ে। বিরাট ফিরলে তিনে তিনিই খেলবেন। সেক্ষেত্রে হুডাকে বাইরে বসতে হবে। শ্রেয়সের সাম্প্রতিক ফর্ম খুব ভাল নয়। সঞ্জু স্যামসন আলোচনায় থাকবেন। তাঁর মতোই নাম উঠবে ইশান কিশানেরও।

Latest article