২৯ জুন ভোটের ফল, নিরাপত্তা স্ট্রং রুমে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শেষ হয়েছে মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচন। বুধবার ২৯ জুন ফলাফল। গণনা হবে চারটি ব্লকে। ফাঁসিদেওয়া ব্লকের ভোট গণনা ফাঁসিদেওয়া হাই স্কুলে, খড়িবাড়ি ব্লকের ভোট গণনা (Election Result) খড়িবাড়ি হাই স্কুলে, নকশালবাড়ি ব্লকের ভোট গণনা হাতিঘিসা হাই স্কুলে এবং মাটিগাড়া ব্লকের ভোট গণনা (Election Result) নরসিংহ বিদ্যাপীঠে এই চারটি স্কুলেই স্ট্রংরুম করা হয়েছে স্ট্রংরুমে কড়া প্রহরায় বন্দি সমস্ত ইভিএম মেশিন। বুধবার সকাল ৭টায় ভোট গণনা শুরু হবে। মহকুমা নির্বাচনী আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ৪৬২টি পঞ্চায়েত ও ৬৬টি পঞ্চায়েত সমিতি ভোট গণনা হবে। সব শেষে মহকুমা পরিষদের ৯টি আসনের ভোট গণনা হবে। সোমবার দুপুরে কলকাতা ফিরেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে তিনি কলকাতায় ফিরে যাওয়ার আগে এদিন সকালে মৈনাক টুরিস্ট লজে নির্বাচনে অবজারভারের দায়িত্বে থাকা কর্মী ও তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন। ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী ও শিলিগুড়ি কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন অরূপবাবু ভোট গণনা-সহ ভোটের ফলাফলের পরে কী করা হবে তার নির্দিষ্ট নির্দেশ দিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: বিজেপি-আশ্রিত অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চেয়ে মহামিছিল

Latest article