ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, হত ৩ পুলিশ কর্তা

Must read

প্রতিবেদন : কয়েকদিন আগেই আমেরিকায় পাশ হয়েছে বন্দুক নিয়ন্ত্রণ আইন। কিন্তু আইন পাশ হওয়ার কয়েকদিনের মধ্যেই ফের বন্দুকবাজের হামলা। এবার হামলা হল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি (Kentucky) প্রদেশে। বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন তিন পুলিশ আধিকারিক। এই হামলায় জখম হয়েছেন আরও চারজন। তবে ওই বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে ওই ব্যক্তির বাড়িতে ওয়ারেন্ট নিয়ে হাজির হন পুলিশ কর্তারা। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই ব্যক্তির বাড়িটি ছিল লোকালয় থেকে কিছুটা দূরে এক নির্জন জায়গায় (Kentucky)। গুলিতে দুই পুলিশকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। শনিবার রাতে তৃতীয় পুলিশ কর্তা হাসপাতালে মারা যান। আহত তিন পুলিশ কর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানান হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়েছে। বন্দুকবাজের হামলার পুলিশের একটি কুকুরও মারা গিয়েছে। শেষ পর্যন্ত হামলাকারী ল্যান্স স্টর্জকে অবশ্য গ্রেফতার করেছে পুলিশ। ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট তিন পুলিশকর্মীর মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ওই ব্যক্তি কেন এ ধরনের আক্রমণ চালাল তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন: হায়দরাবাদে আসলে চরম হতাশার বহিঃপ্রকাশ, নেত্রীকে ভয় পাচ্ছে বিজেপি

Latest article