প্রতিবেদন : আর কয়েকদিন পরেই গুজরাত বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচনের কয়েকদিন আগে মোদি রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের তিন ছাত্রকে বেদম প্রহার করা হল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিজেপি শাসিত গুজরাতে (Love Jihad- Gujarat)। এ ঘটনায় যথারীতি জড়িয়ে পড়েছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের ছাত্র সমর্থকরা। মারধোরের অভিযোগ অস্বীকার করলেও ঘটনাটির কথা মেনে নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটির স্থানীয় নেতারা। হিন্দুত্ববাদী সংগঠনটির সমর্থকরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওই তিন ছাত্রের বিরুদ্ধে লাভ জিহাদের (Love Jihad- Gujarat) অভিযোগ তুলেছে। হিন্দুত্ববাদী সংগঠনটির অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ছাত্র কলেজের হিন্দু মেয়েদের ফাঁসানোর পরিকল্পনা করছে বলে তারা জানতে পারে। এরপর তারা গোপনে তল্লাশি চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের চিহ্নিত করে। এরপর সেই পড়ুয়াদের সতর্ক করে তাদের ছেড়েও দেওয়া হয়েছে। সংগঠনটির স্থানীয় নেতা দীনেশ নাভাদিয়া হুমকি দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ফের ঘটলে তাঁরা উপযুক্ত ব্যবস্থা নেবেন। কিন্তু কেউ কোনও অন্যায় করলে সেটা পুলিশকে জানানোর কথা। আইন কখনওই নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। এই কাজ করে তাঁরা কি ঠিক করেছেন? এই প্রশ্ন করা হলে নাভাদিয়া কোনও উত্তর দেননি।
আরও পড়ুন-নয়া পাক সেনাপ্রধান