ওয়ান ডে বিশ্বকাপের মহড়ায় ধাওয়ানরা

আজ অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ড

Must read

অকল্যান্ড, ২৪ নভেম্বর : টি ২০ বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে সামনের বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে টি ২০ সিরিজ জয়ের পর ৫০ ওভারের ফরম্যাটে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে মেন ইন ব্লু (India vs New Zealand)। শুক্রবার কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে প্রথম ম্যাচ অকল্যান্ডের ইডেন পার্কে।
ভারতকে (India vs New Zealand) টি ২০ সিরিজ জিতিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া দেশে ফিরে এসেছেন। ওয়ান ডে সিরিজে তিনি বিশ্রামে। রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলদের অনুপস্থিতিতে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। নতুন লড়াইয়ের আগে শিখর বলেছেন, ‘‘আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ এই সিরিজ। তরুণরা খুব ভাল খেলছে, এটা দেখে খুব ভাল লাগছে। ওয়ান ডে বিশ্বকাপ এখনও দেরি আছে, কিন্তু আমরা খেলোয়াড়দের নিয়ে একটা ধারণা পেতে চাইছি। তাছাড়া আলাদা পরিবেশ পরিস্থিতিতে তরুণদের দক্ষতা দেখানোর ভাল সুযোগ।’’ ধাওয়ানের কাছেও এই বছরটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ৫০ ওভারের ফরম্যাটেই খেলছেন তিনি। রোহিত-রাহুলদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিচ্ছেন। আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়কও নিযুক্ত হয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে তাঁকে সরিয়ে রাহুলকে নেতৃত্বে ফেরানোর মধ্যেও নির্বাচকদের ভুল দেখেননি ধাওয়ান।
ধাওয়ান নিউজিল্যান্ড সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখলেও কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন থাকতে চাইছেন বর্তমানে। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জেতাই এখন পাখির চোখ কিউয়ি অধিনায়কের।

আরও পড়ুন-আন্তরিক সিকিম এবং নিখাদ বন্ধুত্বের গল্পগাথা সিনিওলচু

Latest article