নয়া পাক সেনাপ্রধান

Must read

যে কোনও মূল্যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে দূরে রাখা যে পাকিস্তানের বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বৃহস্পতিবার আরও একবার তা স্পষ্ট হল। শাহবাজ শরিফ সরকার দেশের নতুন সেনা প্রধান পদে নিয়োগ করলেন গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্তা অসিম মুনিরকে (Asim Munir)। ইমরান যখন প্রধানমন্ত্রী ছিলেন মুনির সে সময় ছিলেন আইএসআই-এর ডিজি। মুনিরই প্রথম ইমরানের পরিবারের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় ইমরান তাঁকে ডিজির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। রাজনৈতিক মহল মনে করছে, ইমরানকে বাগে আনতেই দেশের নতুন সেনাপ্রধান পদে মুনিরকে নিয়োগ করা হয়েছে। যদিও সে দেশের সেনাবাহিনীতে মুনির (Asim Munir) আদৌ জনপ্রিয় নন।

আরও পড়ুন-আন্তরিক সিকিম এবং নিখাদ বন্ধুত্বের গল্পগাথা সিনিওলচু

Latest article