ফের জওয়ানের রক্ত ঝড়ল জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir)। শুক্রবার চলল গুলির লড়াই। কাশ্মীরের কুলগাম জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ। শহিদ তিন জওয়ান (3 Soldiers Killed)। জানা গিয়েছে, কুলগামের হালান জঙ্গলে সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটির সন্ধান পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী। রাতেই ঘিরে ফেলা হয় জঙ্গিদের ডেরা। সেনাবাহিনীর উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলির লড়াই চলে কয়েকঘণ্টা ধরে। এরপর গুলির আঘাতে গুরুতর আহত হন তিন জওয়ান। তাঁদের দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই মারা যান ৩ সেনা জওয়ান (3 Soldiers Killed)। এখনও জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছে সেনা বাহিনী। ওই ঘাঁটিতে একাধিক সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে খবর।
আরও পড়ুন- স্বজনপোষণ? ব্রাত্যর যুক্তিতে কুপোকাত বিরোধীরা
এদিকে সুপ্রিমকোর্টে গত ২ অগাস্ট থেকে জম্মু কাশ্মীরে কেন্দ্রের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই শুনানি চলছে। এই শুনানিতে বিচার্য হবে ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিকই। এই পরিস্থিতিতে কাশ্মীরকে ফের উত্তপ্ত করে তুলতে চাইছে জঙ্গি সংগঠনগুলি। প্রসঙ্গত, গত এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দু’টি আলাদা জঙ্গি হামলায় ভারতীয় সেনার ১০ জওয়ান শহিদ হন।