সংবাদদাতা, কাটোয়া : শিশুকন্যাদের নিরাপত্তা ও সুরক্ষার বার্তা ছড়াতে গোটা দেশে প্রায় ১০ হাজার কিলোমিটার সফর করবেন ৩ শিক্ষিকা। এই উদ্দেশ্যেই নাদনঘাটের এসটিকেকে রোডের হেমায়েতপুর মোড় থেকে পাড়ি দিলেন তাঁরা। শনিবার যাত্রার সূচনা করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন পূর্বস্থলী ১ ব্লকের রাজারপুরের বাসিন্দা শিক্ষিকা সুতপা দাস। তাঁর সঙ্গী দুই শিক্ষিকা তপতী দেবনাথ ভৌমিক ও ঝর্ণা মালাকার। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ থেকে লাদাখ হয়ে কাশ্মীর, সেখান থেকে কন্যাকুমারিকা পর্যন্ত গাড়ি চালিয়ে ‘সেভ গার্ল চাইল্ড’ বিষয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালাবেন।
আরও পড়ুন-লেখক হতে চাননি সমরেশ মজুমদার
৪০ দিনের এই সফরে ১৩টি রাজ্য ছোঁবেন তিন শিক্ষিকা। মূলত নারীশক্তির বিকাশের সমর্থনে প্রচার চালাবেন। নাবালিকা বিবাহ রদ, ছেলেদের সমান মর্যাদাদান মেয়েদের এবং বালিকাদের নিরাপত্তার স্বার্থেই এই সফর বলে জানান কালনার বাঘনাপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষিকা সুতপা। সফরের সাফল্য কামনা করে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েতে মহিলাদের জন্য অর্ধেক আসন সংরক্ষণ-সহ কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্প ও পরিষেবা নিয়ে নারীসমাজের কল্যাণ করে চলেছেন। কন্যাসন্তান সুরক্ষায় এই তিন শিক্ষিকাও তাঁর অনুপ্রেরণাতেই পথে নেমেছেন।’ সফর চলাকালীন কোনও সমস্যা হলে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন স্বপনবাবু।