খতম ৩ জঙ্গি

পাল্টা জবাব দেয় বাহিনীর জওয়ানরা। বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে। গুলির লড়াই থামলে নিরাপত্তা বাহিনী উদ্ধার করে ৩ জঙ্গির দেহ

Must read

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্ঘর্ষে খতম হল তিন জঙ্গি। মৃত তিনজনের মধ্যে একজন লস্কর-ই-তৈবার কমান্ডার। রাজ্য পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বারামুলা জেলার মালওয়াও এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়ে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।

আরও পড়ুন-সংক্রমণ বেড়ে

পাল্টা জবাব দেয় বাহিনীর জওয়ানরা। বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে। গুলির লড়াই থামলে নিরাপত্তা বাহিনী উদ্ধার করে ৩ জঙ্গির দেহ। মৃতদের মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার কমান্ডার ইউসুফ। রাজ্য পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, বাদগাম জেলায় এক পুলিশ কর্মী ও তাঁর ভাইকে খুনের সঙ্গে জড়িত ছিলেন ইউসুফ। এদিনের সঙ্ঘর্ষে জঙ্গিদের গুলিতে তিনজন জখম হয়েছেন।

Latest article