ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১ (IAF Mig-21)। সোমবার সকালে রাজস্থানের সুরাটগড় থেকে উড়ে গিয়েছিল বিমানটি। এরপরই হনুমানগড়ে ভেঙে পড়ে মিগ-২১। উদ্ধারকাজে নেমেছে সেনা। সামান্য আঘাত লাগলেও সুরক্ষিত রয়েছেন পাইলট। তবে এই যুদ্ধবিমান ভেঙে পড়ায় ৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বাহলোলনগর জেলায় জনৈক এক বাসিন্দার বাড়ির উপর ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান (IAF Mig-21)। এই দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জন। এই যুদ্ধবিমানের পাইলট সামান্য আঘাত পেয়েছেন। তবে তাঁকে নিরাপদে যুদ্ধবিমান থেকে বের করে আনা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই সেনার হেলিকপ্টার পৌঁছেছে। জারি রয়েছে উদ্ধারকাজ।
এইনিয়ে এখনও বায়ুসেনার তরফে কিছু স্পষ্ট করে জানায়নি।
আরও পড়ুন- জ্বলছে মণিপুর, ঘরছাড়া প্রায় ২৫ হাজার, বাংলার পড়ুয়াদের ফেরাচ্ছে রাজ্য