শ্যামল রায়, নবদ্বীপ : বিধানসভা নির্বাচনের আগে নবদ্বীপে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, শ্রীচৈতন্যভূমিকে ৩০০ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানোর কাজ হবে। পুরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা জানান, ইতিমধ্যে একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করা হয়েছে।
আরও পড়ুন-কলড্রপ ও এনএমপি নিয়ে প্রশ্ন করলেন জহর সরকার
চৈতন্যদেবের জন্মস্থান প্রাচীন মায়াপুরের গঙ্গার ঘাটে তৈরি হয়েছে একটি জেটি। প্রাচীন মায়াপুরে চৈতন্যদেবের জন্মস্থান থেকে নিদয়া পর্যন্ত যাতায়াত সহজ হবে এই জেটির মাধ্যমে। ছোট ছোট যানবাহন পারাপারে থাকবে ভাসমান ভেসেল। এর জন্য খরচ হয়েছে দেড় কোটি টাকা। জেটি প্রাঙ্গণের সৌন্দর্যায়ন হবে। রাস্তা সংস্কার, পর্যাপ্ত আলো ও পানীয় জলের ব্যবস্থা হবে। অপর পাড়েও তৈরি হবে জেটি। তার কাজও দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-মহামিছিলে ডাক গদ্দার হটাও
বিমানবাবু আরও জানান, চৈতন্যভূমি নবদ্বীপে গঙ্গার তীরবর্তী এলাকায় ঘাটের সংখ্যা ২৭। এর মধ্যে উল্লেখযোগ্য রানির ঘাট, শ্রীবাস অঙ্গন ঘাট। প্রথমে এই দুটি ঘাটের সংস্কার-সহ সৌন্দর্যায়ন হবে। এই ঘাটের ইতিহাস নিয়ে প্রদর্শনী থাকবে ঘাটপ্রাঙ্গণে। মুখ্যমন্ত্রী শহরবাসীর কথা ভেবে ৩০০ কোটি টাকা খরচের ঘোষণা করেন। সেইমতো কাজ শুরু হয়েছে। নবদ্বীপ সংলগ্ন মায়াপুর ইসকন মন্দিরকে ঘিরে দেশ-বিদেশ থেকে পর্যটক আসেন।
মায়াপুর থেকে সরাসরি তাঁরা এই শহরে এলে অর্থনৈতিক উন্নতি ঘটবে। পর্যটকরা যাতে দ্রুত মায়াপুর থেকে নবদ্বীপে আসতে পারেন, মঠ-মন্দিরের শহরকে দেখতে পারেন, সে কথা মাথায় রেখেই কাজ হচ্ছে। বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা জানান, মুখ্যমন্ত্রীর বরাদ্দকৃত টাকায় নবদ্বীপকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে।