বাংলায় দ্বিতীয় ডোজ প্রাপক সাড়ে ৩ কোটি

কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় দেড় হাজার কেন্দ্রে কোভিড টিকা দেওয়ার কাজ চলছে।

Must read

প্রতিবেদন: করোনা টিকাকরণে নজির গড়ল তৃণমূল কংগ্রেস শাসিত বাংলা। টিকাকরণ শুরুর এক বছরের মধ্যেই সবমিলিয়ে ১০ কোটি ডোজ সম্পূর্ণ করে এই নজির গড়ল রাজ্য। সেই সঙ্গে গোটা দেশের সামনে এক উদাহরণ রাখল রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-চৈতন্যভূমিকে ৩০০ কোটি

সোমবার দুপুর পর্যন্ত কো-উইন অ্যাপের তথ্য বলছে, রাজ্যের ১৮ বছর ও তার ঊর্ধ্বে থাকা প্রায় ১০ কোটি নাগরিক টিকা পেয়েছেন। এঁদের মধ্যে বৃদ্ধ, বৃদ্ধাদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, পুলিশ, করোনা যোদ্ধা থেকে কিশোর-কিশোরীরাও রয়েছেন। এদিন দুপুর পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট টিকাপ্রাপকের সংখ্যা মোট ১০ কোটি ছাড়িয়েছে। রবিবার পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৩ লক্ষ ৩২২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৫৬ লক্ষ ৮৫ হাজার ৫৫৬ জন। মাঝে কেন্দ্রের অসহযোগিতায় টিকার জোগানে ঘাটতি থাকায় টিকাকরণ কর্মসূচি প্রায় বন্ধ হতে বসেছিল।

আরও পড়ুন-কলড্রপ ও এনএমপি নিয়ে প্রশ্ন করলেন জহর সরকার

কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় দেড় হাজার কেন্দ্রে কোভিড টিকা দেওয়ার কাজ চলছে। তবে অন্তত ২-৩ কোটি মানুষ দ্বিতীয় ডোজের আওতার বাইরে রয়েছেন। এঁদের একটা অংশ যেমন ৮৪-১২০ দিনের মধ্যে টিকা নেননি, তেমনই এমন বহু নাগরিক রয়েছেন, যাঁদের মোবাইল নম্বর অথবা ঠিকানা বদল হয়েছে। এমনকী তাঁরা অনেকেই রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। এঁরা আদৌ দ্বিতীয় ডোজ পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে ওমিক্রন আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে। এই সময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাকরণের উপর আরও জোর দিচ্ছেন। তাই বাকিদেরও দ্রুত টিকাকরণে লক্ষ্যে আসরে নেমে পড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Latest article