রাজ্যের কাজে খুশি বিশ্বব্যাঙ্ক

শুক্রবার বিশ্ব ব্যাঙ্কের প্রকল্পের টিম লিডার স্টাউট জে দাস্ক জুপ হাওড়া ও হুগলির বন্যাপ্রবণ এলাকা ঘুরে দেখেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : রাজ্যে বন্যা প্রতিরোধের কাজ দেখে সন্তোষ প্রকাশ করলেন বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি স্টাউট জে দাস্ক জুপ। শুক্রবার বিশ্ব ব্যাঙ্কের প্রকল্পের টিম লিডার স্টাউট জে দাস্ক জুপ হাওড়া ও হুগলির বন্যাপ্রবণ এলাকা ঘুরে দেখেন। কীভাবে বন্যা প্রতিরোধের কাজ হচ্ছে তাও সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

আরও পড়ুন-বাংলায় দ্বিতীয় ডোজ প্রাপক সাড়ে ৩ কোটি

এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন সেচ দফতরের পদস্থ কর্তারা। প্রথমে তিনি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন। এরপর তাঁরা হুগলির চাঁপাডাঙায় যান। সেখান থেকে জাঙ্গিপাড়া হয়ে উদয়নারায়ণপুরের বালিপুর, বকপোঁতা ব্রিজের কাছে গিয়ে বন্যা সমস্যার সমাধানে কীভাবে কাজ হচ্ছে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন তিনি।

কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন বিশ্বব্যাঙ্কের প্রকল্পের টিম লিডার জুপ। আমতায় সেচ দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও করেন। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় হাওড়া ও হুগলি-সহ রাজ্যের ৫টি জেলার ৪১টি ব্লকের বন্যা রোধে স্থায়ী সমাধানে সেচ দফতরের উদ্যোগ।

Latest article