আগামী শনিবার ইদ (Eid al-Fitr 2023)। কলকাতাতেও (Kolkata) সাড়ম্বরে পালিত হবে এই উৎসব। ইদে (Eid al-Fitr 2023) কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক পুলিশ প্রশাসন। মহানগরের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করল লালবাজার। সূত্রের খবর, শহরে ৬৭৮টি জায়গায় নামাজের অনুষ্ঠান হবে। সেকারণে ওইদিন সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করছে লালবাজার। সারাদিন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন উচ্চপদস্থ অফিসাররা। এছাড়াও থাকছে ৫৮টি মোবাইল পেট্রলিং টিম, ৩৬ বাইক পেট্রলিং টিম। তারা শহরজুড়ে টহলদারি চালাবে। ১৮টি এইচআরএফএস মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। পাশাপাশি, নিরাপত্তার কারণে কলকাতার বিভিন্ন এলাকা মিলিয়ে মোট ৩৪৬টি পুলিশ পিকেট করা হচ্ছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি চালাবে কলকাতা পুলিশ।
আরও পড়ুন- অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালদের এক্তিয়ার নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ফোন দলনেত্রীর
সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন এলাকা। সেই বিষয়টিকে মাথায় রেখেই ইদের দিন শহরে বাড়তি নিরাপত্তা ও নজরদারি চালাবে লালবাজার। সমস্ত থানাকে নিজেদের এলাকায় কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পদস্থ কর্তারা। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পান্ডে বলেন, ইদকে কেন্দ্র করে বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বিশেষত, সোশ্যাল মিডিয়ায় নজরদারির রাখার জন্য সাইবার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কোনওরকম উস্কানিমূলক পোস্ট হলে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।