মর্মান্তিক! ইয়ামেনে ত্রাণ বিলির অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮৫ জনের

Must read

অতিরিক্ত ভিড়ের কারণেই ত্রাণসংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৮৫ জনের। আহত শতাধিক। বুধবার এই ঘটনাটি ইয়েমেনের (Yemen Stampede) রাজধানী সানার ওল্ড সিটি এলাকায় ঘটেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রমজান শেষে ঈদ উল-ফিতরের আগে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করা হচ্ছিল। তা সংগ্রহ করতে গিয়েই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি হয়। আর তাতেই মৃত্যু হয়ছে বহু মানুষের। বিগত কয়েক দশকে এটাই সবথেকে ভয়ঙ্কর পদপিষ্ট হওয়ার ঘটনা। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালদের এক্তিয়ার নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ফোন দলনেত্রীর

ইয়েমেন বিশ্বের মধ্যে অন্যতম গরিব দেশ। জানা গিয়েছে, সানা শহরে একটি স্কুলে এই টাকা বিলির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ত্রাণ সংগ্রহ করতেই শতাধিক মানুষ ভিড় জমিয়েছিলেন। স্কুলের ভিতরে ঢোকা নিয়ে হুড়োহুড়ি শুরু হতেই পদপিষ্ট (Yemen Stampede) হয়ে বহু মানুষের মৃত্যু হয়। জানা গিয়েছে, আহতদের পাশ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে সমস্ত ব্যবসায়ীরা টাকা বিলি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Latest article