নিকাশির জন্য বরাদ্দ ৩২ কোটি

ফলে এবারের বর্ষায় জল জমার হাত থেকে রেহাই পাবেন এলাকার বাসিন্দারা। দ্বিতীয় পর্যায়ের কাজের টাকাও মঞ্জুর হয়ে গেছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : বালি পুর এলাকার পাশাপাশি লাগোয়া ৫টি গ্রাম পঞ্চায়েতের নিকাশি ব্যবস্থার উন্নতিতে কাজ শুরু করল সেচ দফতর। এই উদ্দেশ্যে ওই অঞ্চলের মূল নিকাশি খাল শেওড়াপোঁতা খাল সংস্কারের জন্য ৩২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই টাকায় দু’দফায় কাজ করছে সেচ দফতর। এই কাজ শেষ হলে বালি পুরসভার বিস্তীর্ণ এলাকার পাশাপাশি ডোমজুড় বিধানসভার দুর্গাপুর-অভয়নগর, সাঁপুইপাড়া-বসুকাঠি, চকপাড়া-আনন্দনগর, নিশ্চিন্দা ও বালি পঞ্চায়েত এলাকায় জল জমার সমস্যার স্থায়ী সমাধান হবে। প্রথম পর্যায়ে ড্রেনেজ ক্যানেলের দ্বিতীয় শাখা থেকে আনন্দনগর পর্যন্ত খালটির প্রায় ২ কিমি সংস্কার করা হয় ১৫ কোটি টাকা ব্যয়ে।

আরও পড়ুন-জটিলতা কাটল

এবার দ্বিতীয় পর্যায়ের সংস্কারের কাজ শুরু হল। বিধায়ক কল্যাণ ঘোষ সম্প্রতি এই সংস্কারের কাজের সূচনা করেন। দ্বিতীয় পর্যায়ে ১৭ কোটি টাকা ব্যয়ে খালের ১.৬ কিমি সংস্কার করা হবে। এই কাজে খালের দুই পাড় ঢালাই করে ধস আটকানো হবে। সেইসঙ্গে নাব্যতা বৃদ্ধির জন্য খালের তলদেশও খনন করা হবে। এইভাবে মোট ৩২ কোটি টাকা ব্যয়ে খালটির সামগ্রিক পুনর্জীবন ঘটানো হবে। এর ফলে বালির একটি বড় এলাকার সঙ্গে লাগোয়া ৫টি গ্রাম পঞ্চায়েতের নিকাশি সমস্যা দূর হবে। বিধায়ক কল্যাণ ঘোষ জানান, ‘জোরকদমে চলছে দ্বিতীয় পর্যায়ের কাজ। এবারের বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন-ভিসা-জটে সরে গেলেন জকোভিচ, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স

ফলে এবারের বর্ষায় জল জমার হাত থেকে রেহাই পাবেন এলাকার বাসিন্দারা। দ্বিতীয় পর্যায়ের কাজের টাকাও মঞ্জুর হয়ে গেছে। দুটি পর্যায়ের মোট ৩২ কোটি টাকার কাজ হচ্ছে। খালের সংস্কারের কাজে পাড় বাঁধানোর পাশাপাশি বেশ কিছু অংশে খালের মাটির ওপরের অংশও বাঁধানো হবে।’ এলাকায় জল সমস্যার স্থায়ী সমাধানে সেচ দফতরের উদ্যোগে কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

Latest article