জটিলতা কাটল

সোমবার অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে জটিলতা অনেকটাই কাটল।

Must read

সোমবার অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে জটিলতা অনেকটাই কাটল। অনুব্রতর দিল্লি যাত্রায় আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ইডি, কার কী ভূমিকা বে তা এদিন স্পষ্ট করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আসানসোল জেল কর্তৃপক্ষ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের কাছে নির্দেশ চেয়ে আবেদন করে।

আরও পড়ুন-ভিসা-জটে সরে গেলেন জকোভিচ, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স

সেই আবেদনের ভিত্তিতে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, জেল কর্তৃপক্ষ অনুব্রতকে কলকাতা নিয়ে যাবেন এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ। সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রতকে হাসপাতালেই ইডির হাতে তুলে দেওয়া হবে। এরপর ইডি অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাবে। জেল কর্তৃপক্ষ ই-মেল এবং ফোনের মাধ্যমে আসানসোল পুলিশ এবং ইডি আধিকারিককে এই তথ্য জানিয়ে দেবেন। তবে ঠিক কবে তাঁকে নিয়ে যাওয়া হবে তা বলা হয়নি।

Latest article