আলিপুরদুয়ারে কৃষকবন্ধু পেয়েছেন ৩২৬ পরিবার

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: যারা রোদে পুড়ে, জলে ভিজে ক্ষেতে ফসল ফলিয়ে অন্যের মুখে আহার জোগান, সেই অন্নদাতাদের মৃত্যুর পরে তাঁদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে মানবিক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক হৃদয়স্পর্শী প্রকল্প ‘কৃষকবন্ধু’। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির কৃষক পরিমল দাস ব্লাড ক্যান্সারে মারা যান। পড়ুয়া ছেলে টুটু দাস বিধবা মাকে নিয়ে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। লোকের মুখে শুনে ব্লক কৃষি দফতরে আবেদন করেন। সেই টাকায় ছোট্ট এক ব্যবসা করে এখন মাকে নিয়ে ভালোই আছেন।

আরও পড়ুন-স্কুল-জীবন থেকেই অভিনেতা হবার স্বপ্ন দেখতেন মনোজ

আমাদের দেশে কৃষকেরা খুব একটা ভালো আর্থিক অবস্থায় থাকেন না। তার ওপর খরা-বন্যা আছে। বর্তমানে রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্প তাঁদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। এখন সময়মতো বীজ কিনে চাষ করে লাভের মুখ দেখছেন। আর মহাজনের ঋণের ফাঁদে পড়তে হয় না। এর পরেও ১৮ থেকে ৬০-এর মধ্যে কোনও কৃষকের মৃত্যু হলে সরকার তাঁদের নিকট আত্মীয়কে দু লক্ষ টাকা সরকারি অনুদান দিচ্ছেন। আলিপুরদুয়ারে ৩২৬টি পরিবার টাকা পেয়েছেন। মোট ৬৫ কোটি ২ লাখ টাকা দেওয়া হয়েছে এই খাতে, জানিয়েছেন জেলা কৃষি অধিকর্তা হরিশচন্দ্র রায়।

Latest article