পর্যটক টানছে গৌড়, আদিনা

Must read

মানস দাস,মালদহ: শীতের হিমেল হাওয়া বইবার আগেই পর্যটকদের ভিড় গৌড়, আদিনা ফরেস্টে । কড়া রোদ গায়ে মেখে ঐতিহাসিক স্থান ঘুরে দেখছেন তাঁরা। শুধু বাইরে থেকে নয়, ছুটির দিন পরিবার-বন্ধুদের সঙ্গে স্থানীয়রাও হাজির হচ্ছেন। বিশেষ দিনগুলিতে অনান্য জেলা থেকে রামকেলি ধামে আসছেন ভক্তরা। তবে কোভিডবিধি মানা হচ্ছে কঠোরভাবেই।

আরও পড়ুন-আলিপুরদুয়ারে কৃষকবন্ধু পেয়েছেন ৩২৬ পরিবার

ঐতিহ্যময় গৌড়ের মদন মোহন দর্শন, সঙ্গে নাম কীর্তনে শান্তির সন্ধান পান ভক্তরা । সন্ধে হতেই মন্দির চত্বরে এক অন্য পরিবেশ। আর মন্দিরের বাইরে কদমগাছের পাশে শ্রীচৈতন্য মহাপ্রভুর পদচিহ্নও দর্শণ করছেন ভক্তরা । এরপরেই তাঁরা চলে যাচ্ছেন উত্তরবঙ্গের সর্ব বৃহৎ আদিনা ইকোপার্কেও । পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,সকলের জন্য ২০টাকা করে টিকিটের মূল্য ধার্য্য করা হয়েছে। গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকেই টিকিট কেটে সবাই যাচ্ছেন ভিতরে। আপাতত বিকেল চারটে পর্যন্ত খোলা থাকছে পার্ক। মালদহ জেলা পরিষদের সহ সভাপতি চন্দনা সরকার বলেন,‘শীতকালে মালদহে পর্যটকেরা আসেন। এখানে গৌড়ধাম আর কাছেই ইকোপার্ক আট থেকে আশির মনজয় করে।’

Latest article