৩৪১ কোটি ৪৯ লক্ষ টাকার ব্যয়-বরাদ্দের প্রস্তাব, হাওড়া পুরসভায় ঘাটতিশূন্য বাজেট

বুধবার হাওড়া পুরসভার প্রশাসক পর্ষদের বৈঠকে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেন মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।

Must read

সংবাদদাতা, হাওড়া : ৩৪১ কোটি ৪৯ লক্ষ টাকার ঘাটতিশূন্য বাজেট পেশ করল হাওড়া পুরসভা। বুধবার হাওড়া পুরসভার প্রশাসক পর্ষদের বৈঠকে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেন মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। এবারের বাজেটের লক্ষণীয় বিষয়, শহরের উন্নয়ন খাতে বরাদ্দ বেড়েছে গতবারের তুলনায়। হাওড়া পুরসভার সংযুক্ত এলাকা হিসেবে পরিচিত ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ড এর উন্নয়নের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রাস্তার জন্য ৫ কোটি, নিকাশির জন্য ৩ কোটি পথবাতির জন্য ১ কোটি টাকা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন-সন্দেশখালিতে ডিজি

শহরের সামগ্রিক উন্নয়ন খাতে এবার বরাদ্দ ১৬৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে নিকাশি খাতে বরাদ্দ ১৫ কোটি থেকে বাড়িয়ে সাড়ে ২২ কোটি করা হয়েছে। বেশ কয়েকটি পাম্প হাউস, পাইপ লাইন-সহ পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। রাস্তার জন্য ৩ কোটি থেকে বরাদ্দ ৪ কোটি ৯০ লক্ষ করা হয়েছে। উদ্যান খাতে বরাদ্দ গত বছরের দ্বিগুণ করে আড়াই কোটি থেকে ৫ কোটি করা হয়েছে। জল সরবরাহের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পদ্মপুকুর জল প্রকল্পের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ ৪ কোটি ২০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৯ কোটি ৪৯ লক্ষ টাকা করা হয়েছে। প্রতিটি বরোতে একটি করে মডেল পার্ক করতে বলা হয়েছে।

আরও পড়ুন-এবার জলপ্রকল্পের উদ্বোধনে অভিষেক

বাজেট পেশ করে হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, গত বছর ৩৩৯ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ৩৪১ কোটি ৪৯ লক্ষ টাকা করা হয়েছে। এর মধ্যে ৮০ কোটি টাকা পুরসভার নিজস্ব তহবিল থেকে জোগাড়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তার মধ্যে সম্পত্তি কর বাবদ ২৭ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নিজস্ব তহবিল কিভাবে তৈরি করা হবে তার রূপরেখাও তৈরি করা হয়েছে। হাওড়া শহরের সমস্ত বড় রাস্তার ধারে খোলা নর্দমা থাকবে না। সঙ্গে হাওড়াকে ভ্যাটমুক্ত করা হবে।

Latest article