সিপিএম ছাড়লেন বাম নেতা পতাকা তুলে দিলেন কুণাল

নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সিপিএম নেতার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কুণাল ঘোষ।

Must read

সংবাদদাতা, নন্দীগ্রাম : নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শিবিরে হামলা, ভাঙচুর ও গোকুলনগর অঞ্চলের কানুনগোচক বুথের পঞ্চায়েত সদস্যা তথা তৃণমূল নেত্রী নিবেদিতা ভুঁইয়ার নিগ্রহকারী বিজেপির গুন্ডাদের গ্রেফতারের দাবি তুলে নন্দীগ্রাম থানার পুলিশকে ৭২ ঘণ্টা সময় দিল তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বুধবার থানায় ডেপুটেশনের পর যান গোকুলনগরে।

আরও পড়ুন-৩৪১ কোটি ৪৯ লক্ষ টাকার ব্যয়-বরাদ্দের প্রস্তাব, হাওড়া পুরসভায় ঘাটতিশূন্য বাজেট

সেখান থেকে যান সামসাবাদ অঞ্চলে তৃণমূলের সহায়তা কেন্দ্র পরিদর্শনে। ডেপুটেশন কর্মসূচির পরে সিপিএমের এক নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নাম সুকুমার বর্মন। নন্দীগ্রামের বঙ্কিমমোড়ের বাসিন্দা। সিপিএমের স্থানীয় এরিয়া কমিটির এক্সিকিউটিভ মেম্বার সুকুমার। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সিপিএম নেতার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কুণাল ঘোষ। ছিলেন তমলুক সংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়। সুকুমার ছাড়াও এদিন আরও বেশ কিছু সিপিএম কর্মী তৃণমূলে যোগ দেন।

Latest article